ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩৯৫

মা বাবার কবরের পাশে কামরানের দাফন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩০ ১৫ জুন ২০২০  

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন হয়েছে।
 বেলা ২টায় হজরত মানিকপীর টিলায় তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যাক লোক জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে তাকে মা-বাবার পাশে দাফন করা হয়। 

দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাবেক এই মেয়রের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।